ফরিদপুরে ৪ ঘণ্টা ধরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, শতাধিক আহত

ফরিদপুরের সালথায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থক দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজার এলাকায় শুরু হওয়া সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গ্রামে। দুপুর ১২টা পর্যন্ত চলমান এ সংঘর্ষে অন্তত শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি বেশ কিছু বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের ঘটনাও ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউনিয়নের গ্রাম্য মাতুব্বর নুরু মাতব্বর ও জাহিদ মাতব্বরের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। দু’জনই ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সমর্থক।

শনিবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র—ঢাল, সরকি, ইট-পাটকেল নিয়ে একে অপরের ওপর হামিয়ে পড়েন। সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। অনেক আহত ব্যক্তি এখনো নিজ বাড়িতে আটকা পড়ে আছেন। বিভিন্ন স্থানে বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর-লুটপাটের ঘটনাও ঘটে।

হাবেলী গট্টি গ্রামের বাসিন্দা আলেপ শেখ, যিনি নুরু গ্রুপের সমর্থক, সংঘর্ষে গুরুতর আহত হয়ে নিজ বাড়িতেই আটকা রয়েছেন। তার স্বজন কবির হোসেন জানান, “বৃদ্ধ হওয়ায় তিনি বাড়িতেই ছিলেন। সকালে তার পায়ে একাধিক কোপ দেওয়া হয়। আমরা তাকে উদ্ধার করতেও পারছি না।”

এদিকে জাহিদ মাতব্বরপন্থী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে বালিয়া বাজার সংলগ্ন এলাকায় ওমর ফারুক নামে এক ব্যক্তির পাঁচটি গরু লুটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

সালথা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মারুফ হাসান জানান, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিস্তারিত জানানো হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD