ফরিদপুরে দুর্ঘটনাকবলিত বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন যাত্রী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মাগুরার শালিখা উপজেলার ঘোষগাতী গ্রামের মতিয়ার রহমানের ছেলে মিনহাজুর রহমান সাকিব (২৪) এবং পাবনার বেড়া উপজেলার বনগ্রাম এলাকার জুয়েল রানার স্ত্রী ফারজানা ইয়াসমিন (৩০)।

পুলিশ জানায়, ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছিল যমুনা লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৯১৪৯)। পথে বাসটি দ্রুতগতিতে চলার সময় অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দিলে এর সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর যাত্রীরা নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন।

কিছুক্ষণের মধ্যেই একই লেনে থাকা ঝিনাইদহগামী একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১-১৬৬১) এসে দুর্ঘটনাকবলিত বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী মিনহাজুর রহমান সাকিব মারা যান। গুরুতর আহত অন্তত সাতজনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফারজানা ইয়াসমিনের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম) বলেন, “এক্সপ্রেসওয়েতে পরপর দুটি যানবাহনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD