ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ও থানা এলাকায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
সাক্ষীদের বরাতে জানা যায়, আন্দোলনকারীরা হাজারো জনতার মিছিল নিয়ে উপজেলা পরিষদে প্রবেশ করে সরকারি বিভিন্ন অফিস ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। একইসঙ্গে থানা প্রাঙ্গণে হামলা চালিয়ে পুলিশের অন্তত তিনটি গাড়ি, মোটরসাইকেলসহ একাধিক যানবাহন ভাঙচুর করা হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পরপরই ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, “সকাল পর্যন্ত মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক ছিল। হঠাৎ করে হাজারো বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদ ও থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।” তবে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা গত পাঁচ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে, যার ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যাহত হয়।









