পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

পিরোজপুরে ডাকাতির সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় আরেকজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।

রোববার (২৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকূল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আটক ডাকাত সবুজ হাওলাদার (৫৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে এসআই রাধা রমনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায় এবং আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধাওয়ায় ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

দুলালের বাড়িতে ডাকাতির শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করে তার ভাই অমলেশ চন্দ্র রায় বলেন, ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণের চেইন, হাতের বালা, শাঁখাসহ বিভিন্ন স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।


আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD