বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন বাংলাদেশে কার্যকর নয়। তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা কিছু আসন বেশি পাওয়ার আশায় এই পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা হলে তা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য ভয়ঙ্কর হতে পারে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্র জনগণ প্রত্যাখ্যান করবে। ঐকমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির কোনো প্রস্তাব নেই। রাজনৈতিক উদ্দেশ্যে কেউ এই ইস্যুতে আন্দোলনে নামলে বিএনপি রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে।”
অন্যদিকে, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের সোমবার এক ঘোষণায় জানান,
- ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল,
- ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল,
- ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে জামায়াত।
তিনি আরও বলেন, “২৫টি রাজনৈতিক দল পিআরের পক্ষে। যারা পিআর চায়, তাদের সঙ্গে জামায়াত যোগাযোগ করছে। সরকার যদি এই দাবি না মেনে চলে তবে আন্দোলনে নামবে জামায়াতে ইসলামী।”









