বিয়ের নামে প্রতারণা করে আলোচিত হওয়া বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারীকে পালানোর সময় আটক করেছে স্থানীয়রা। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে সরকারি কোয়ার্টার থেকে ট্রাকে মালামাল সরানোর সময় তিনি ধরা পড়েন।
স্থানীয়দের অভিযোগ, তিনি সরকারি মালামাল নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে ও তার সঙ্গে থাকা ট্রাকভর্তি মালামাল থানায় নিয়ে যায়।
বরিশাল সদর ফরেস্টার আবু সুফিয়ান সাকিব অভিযোগ করে বলেন, “দায়িত্বে থাকাকালীন সময়ে বিভিন্ন সময় ধার বাবদ কবির হোসেন আমার কাছ থেকে প্রায় সাত লাখ টাকা নিয়েছেন, যা এখনো ফেরত দেননি। স্থানীয় অনেকের কাছ থেকেও তিনি টাকা নিয়েছেন। বুধবার রাতে সরকারি বাংলো থেকে মালামাল সরানোর সময় আমরা তাকে আটক করি। ট্রাকে সরকারি মালামালও ছিল, যা আমরা নামিয়ে রেখেছি।”
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসআই মো. রিয়াজ জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কবির হোসেনকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে পালানোর অভিযোগ অস্বীকার করেছেন কবির হোসেন পাটোয়ারী। এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো বক্তব্য না দিয়ে উল্টো হুমকি দেন তিনি।
এর আগে, ১৭টি বিয়ে করার অভিযোগে বহুল আলোচিত কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। তদন্তে একাধিক বিয়ের প্রমাণ পাওয়ার পর গত ১৬ সেপ্টেম্বর তিনি নিজেই বরখাস্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন।
২০১৯ সালে প্রথম এক স্ত্রীর দায়ের করা মামলার পর চলতি বছরের ৯ এপ্রিল একাধিক নারী যৌতুক ও নির্যাতনের অভিযোগ আনেন তার বিরুদ্ধে। অভিযোগ যাচাই করতে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি গত ১১ সেপ্টেম্বর সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। পরে সাময়িক বরখাস্ত করা হয় এ বিতর্কিত বন কর্মকর্তাকে।









