থালাপতি বিজয়ের সমাবেশে ৩৪ জনের মৃত্যু

লিড নিউজ বিডি ডেস্ক

ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক সমাবেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তামিলনাড়ুর করুর জেলায় শনিবার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত ওই সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪৬ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। খবর এনডিটিভি।

নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়েছে, নিহত প্রাপ্তবয়স্করা সবাই বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্ট্রি কাজগম’ (TVK)-এর সমর্থক ছিলেন। তারা সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় জমিয়েছিলেন এবং প্রায় ছয় ঘণ্টা অপেক্ষার পর বিজয়ের আগমন বিলম্বিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান। এ সময় মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জেলা প্রশাসক ভি সেথিলবালাজিকে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “করুর থেকে আসা খবর অত্যন্ত উদ্বেগজনক। পদদলিত হয়ে বহু মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণে একে একে মানুষ অজ্ঞান হয়ে পড়তে থাকলে বিজয় তার বক্তব্য সংক্ষিপ্ত করে শেষ করেন। পরে প্রচার বাস থেকে স্বেচ্ছাসেবকদের সঙ্গে মিলে ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দেন।

প্রচণ্ড ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যায় পড়ে। পরে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

করুরের এই ঘটনায় গোটা তামিলনাড়ুতে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আহতদের অনেকেই এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD