ঢাকা ক্যাপিটালসের মালিকানা হারিয়েছেন শাকিব খান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় যুক্ত ছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। মাঠে দল ভালো ফল না করলেও গ্যালারিতে তার উপস্থিতি সমর্থকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে এবারে আর সেই দলের সঙ্গে থাকছেন না তিনি।

রোববার (৩০ নভেম্বর) রাজধানীর রেডিসন হোটেলে অনুষ্ঠিত হয় বিপিএল–২০২৫ আসরের খেলোয়াড় নিলাম। এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস। এ বছর প্রথমবারের মতো নোয়াখালী এক্সপ্রেস যুক্ত হয়েছে টুর্নামেন্টে।

গত আসরে নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খান। তখন প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়ে তিনি বলেন, ভবিষ্যতে ঢাকা ক্যাপিটালসকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামুখী দল হিসেবে গড়ে তুলতে চান। কিন্তু চলতি মৌসুমে তাকে আর পাওয়া যায়নি। বিসিবির সঙ্গে চুক্তি নবায়ন করা হলেও ঢাকার মালিকপক্ষ এবার পরিবর্তিত হয়েছে।

ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, এ বছর ঢাকা ক্যাপিটালসের মালিকানা রিমার্ক হারল্যানের পরিবর্তে চ্যাম্পিয়ন স্পোর্টসের হাতে গেছে। ফলে দলের সঙ্গে আর যুক্ত থাকছেন না শাকিব খান। ক্রিকফ্রেঞ্জিকে এ তথ্য নিশ্চিত করেছে দলটি। আরেকটি সূত্র জাগো নিউজকে বলেছে, নতুন মালিকানায় শাকিবকে কোনো ভূমিকায় রাখা হয়নি।

এ বিষয়ে সরাসরি শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে শাকিব খানের প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানিয়েছে, তিনি অনেক আগেই রিমার্ক হারল্যানের পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাই প্রতিষ্ঠানটির কোনো কার্যক্রম বা ঢাকা ক্যাপিটালসের সঙ্গেও তার আর কোনো সম্পৃক্ততা নেই।

বিপিএল শুরু হওয়ার কথা ছিল ১৯ ডিসেম্বর। এক সপ্তাহ পিছিয়ে এখন টুর্নামেন্ট শুরু হবে ২৬ ডিসেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।

বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন তার নতুন চলচ্চিত্র ‘সোলজার’–এর শুটিংয়ে। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করছেন তানজিন তিশা, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে। সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD