ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৯৮৩ জন

ষ্টাফ রিপোর্টার

 

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বরিশাল বিভাগের একজন করে রয়েছেন।

এ সময়ে ঢাকায় সর্বাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২২৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ১৭১ জন, বরিশালে ১৪১ জন, ঢাকা দক্ষিণে ১৩৩ জন, চট্টগ্রামে ১১১ জন, রাজশাহীতে ৭৮ জন, খুলনায় ৬২ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ১২ জন এবং সিলেট বিভাগে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ৪২৩ জন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ২৬৯ জনের।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন ও জনসচেতনতা—সবকিছুর সমন্বিত পদক্ষেপ এখন সবচেয়ে জরুরি। অন্যথায় সংক্রমণ আরও বিস্তৃত হতে পারে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD