ডিআরইউর সভাপতি পদে সালেহ আকন, সা. সম্পাদক পদে সোহেল পুনর্নির্বাচিত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হিসেবে আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক হিসেবে মাইনুল হাসান সোহেল পুনর্নির্বাচিত হয়েছেন।

রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রধান প্রতিবেদক আবু সালেহ আকন ৫০৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী পান ৪৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ প্রতিবেদক মাইনুল হাসান সোহেল ৭৫২ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মঈনুল আহসান পান ৪৮৯ ভোট।

নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন—
সহসভাপতি: মেহ্দী আজাদ মাসুম
অর্থ সম্পাদক: নিয়াজ মাহমুদ সোহেল
সাংগঠনিক সম্পাদক: এম এম জসিম
নারীবিষয়ক সম্পাদক: জান্নাতুল ফেরদৌস
তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক: মাহমুদ সোহেল
ক্রীড়া সম্পাদক: ওমর ফারুক
আপ্যায়ন সম্পাদক: আমিনুল হক ভূঁইয়া

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—
যুগ্ম সম্পাদক: মো. জাফর ইকবাল
দপ্তর সম্পাদক: মো. রাশিম
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মিজান চৌধুরী
সাংস্কৃতিক সম্পাদক: মো. মনোয়ার হোসেন
কল্যাণ সম্পাদক: রফিক মৃধা

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, মোহাম্মদ নঈমুদ্দীনসুমন চৌধুরী


আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD