স্বৈরাচার মুক্ত হবার দিন আজ। আজ থেকে ১ বছর আগে সাধারণ মানুষের ক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই থেকে সংস্কার ও দোসরদের বিচার মনযোগী হয় ড. ইউনূস সরকার। পাশাপাশি বাড়তে থাকে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি।
স্বৈচার পতনের বর্ষপূর্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষনা করতে পারেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টার প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে ভাষণটি একযোগে সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
শোনা যাচ্ছে আগামী নির্বাচন হতে পারে আগামী ১২ ফেব্রুয়ারি। বিএনপি-জামায়াতসহ বেশকিছু দলের পরামর্শের পর এ তারিখ নির্ধারন করা হয়েছে। কারণ এরপরই শুরু হয়ে যাবে রোজা। এরপর গরম ও বৃষ্টির কারণে নির্বাচন বিঘ্নিত হওয়ার শঙ্কা প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো।
যদিও বিএনপি ছাড়া জামায়াত ও এনসিপি নির্বাচন নিয়ে একের সময় একেক কথা বলছে। যদিও অনেকের ধারণা রাজনৈতিক অঙ্গনে গুরুত্ব বাড়াতেই তাদের এ ধোঁয়াশে অবস্থান।
তবে শেষপর্যন্ত নির্বাচন কবে হবে তার জন্য প্রধান উপদেষ্টার ভাষন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। এর আগে আজ দিনব্যাপী জুলাই অভ্যুত্থান দিবস পালন করছে সরকার। সেখান যোগ দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো।









