জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলবেরুনি হলের ফল প্রকাশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
ছাত্র হলের ফলাফল
- ২১ নম্বর হল: ভিপি ইবনে শিহাব, জিএস ওলিউল্লাহ মাহাদী এবং এজিএস তুষার আহমেদ।
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল: ভিপি রাকিবুল ইসলাম, জিএস আলী আহমেদ ও এজিএস সামিন ইয়াসির।
- আ ফ ম কামাল উদ্দিন হল: ভিপি জিএমএম রায়হান কবীর, জিএস আবরার শাহরিয়ার এবং (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এজিএস রিপন মন্ডল।
- মীর মশাররফ হোসেন হল: ভিপি খালেদ জুবায়ের, জিএস শাহরিয়ার নাজিম ও এজিএস আরাফাত হোসেন।
- মওলানা ভাসানী হল: ভিপি আবদুল হাই স্বপন, জিএস হৃদয় পোদ্দার এবং এজিএস রাকিব হাসান।
- শহীদ সালাম-বরকত হল: ভিপি মারুফ হোসেন, জিএস মাসুদ রানা ও এজিএস আবরার আজিম ভুঁইয়া।
- আলবেরুনী হল: ভিপি রিফাত আহমেদ শাকিল, জিএস মুনতাসির বিল্লাহ খান এবং এজিএস সাদমান হাসান খান।
- ১০ নম্বর ছাত্র হল: ভিপি আসিফ মিয়া, জিএস মেহেদী হাসান ও এজিএস নাদিম মাহমুদ।
ছাত্রী হলের ফলাফল
- নওয়াব ফয়জুন্নেসা হল: (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ভিপি বুবলী আহমেদ ও জিএস সুমাইয়া খানম। এজিএস পদে কোনো প্রার্থী ছিলেন না।
- ১৫ নম্বর ছাত্রী হল: (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ভিপি শারমীন খাতুন, জিএস মেহনাজ মোহনা এবং এজিএস শাহানা আক্তার।
এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেদিন রাত সোয়া ১০টা থেকে ভোট গণনা শুরু হলেও তা এখনো অব্যাহত রয়েছে। এবার ভোট পড়েছে প্রায় ৬৭–৬৮ শতাংশ।
জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রদের ১১টি হলে এবং ছাত্রীদের ১০টি হলে ভোট গ্রহণ করা হয়।
কেন্দ্রীয় সংসদের মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ছিলেন ৮ জন প্রার্থী। ছাত্রীদের ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না, আর ৬৭টি পদে একজন করে প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সে হিসাবে মাত্র ২৪টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে দুটি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।









