এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

ষ্টাফ রিপোর্টার

২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে এ ফল প্রকাশ করা হয়। পাশাপাশি যেসব বিষয় থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছিল, সেই ফলাফল আবেদনকারীদের এসএমএসের মাধ্যমেও পাঠানো হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার খাতা পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। দেশের মোট ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন আসে ঢাকা বোর্ডে এবং সবচেয়ে কম বরিশাল বোর্ডে।

বিষয়ভিত্তিকভাবে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সর্বাধিক আবেদন জমা পড়ে। গত ১৬ অক্টোবর ফল প্রকাশের পর ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন ধরে প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে শিক্ষার্থীরা আবেদন করেন।

বোর্ডভিত্তিক আবেদনসংখ্যা

  • ঢাকা বোর্ড: ৬৬ হাজার ১৫০ শিক্ষার্থী, খাতা ১ লাখ ৩৬ হাজার ৫০৬
  • কুমিল্লা বোর্ড: ২২ হাজার ৫০৩ শিক্ষার্থী, খাতা ৪২ হাজার ৪৪
  • রাজশাহী বোর্ড: ২০ হাজার ৯২৪ শিক্ষার্থী, খাতা ৩৬ হাজার ১০২
  • চট্টগ্রাম বোর্ড: ২২ হাজার ৫৯৫ শিক্ষার্থী, খাতা ৪৬ হাজার ১৪৮
  • যশোর বোর্ড: ২০ হাজার ৩৯৫ শিক্ষার্থী, খাতা ৩৬ হাজার ২০৫
  • দিনাজপুর বোর্ড: ১৭ হাজার ৩১৮ শিক্ষার্থী, খাতা ২৯ হাজার ২৯৭
  • ময়মনসিংহ বোর্ড: ১৫ হাজার ৫৯৮ শিক্ষার্থী, খাতা ৩০ হাজার ৭৩৬
  • সিলেট বোর্ড: ১৩ হাজার ৪৪ শিক্ষার্থী, খাতা ২৩ হাজার ৮২
  • কারিগরি বোর্ড (বিটিইবি): ১২ হাজার ৭ জন, খাতা ১৫ হাজার ৩৭৮
  • মাদরাসা বোর্ড: ৭ হাজার ৯১৬ শিক্ষার্থী, খাতা ১৪ হাজার ৭৩৩
  • বরিশাল বোর্ড: ৮ হাজার ১১ শিক্ষার্থী, খাতা ১৭ হাজার ৪৮৯ (সর্বনিম্ন)

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১১ হাজার ৪৪৭ জন ও ছাত্রী ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন।

আগের প্রকাশিত ফলে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন উত্তীর্ণ হন, যা মোট পরীক্ষার্থীর ৫৮.৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন (৪১.১৭ শতাংশ)। ছাত্রীদের পাসের হার ছিল ৬২.৯৭ শতাংশ, আর ছাত্রদের ৫৪.৬০ শতাংশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD