আশুলিয়ায় ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রী ও শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নরসিংহপুর গ্রামের আবুল হোসেন দেওয়ানের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— রুবেল আহমেদ, তার স্ত্রী সনি আক্তার ও তাদের ৬ বছরের কন্যা জমিলা।
স্থানীয়দের দেওয়া তথ্যে পুলিশ ঘরে গিয়ে তালা ভাঙার পর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রুবেল আহমেদ প্রথমে স্ত্রী ও সন্তানকে হত্যা করে পরে আত্মহত্যা করেছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।”









