আইপিএল থেকেও অবসর নিলেন অশ্বীন

লিড নিউজ ডেস্ক

ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের ঘোষনা দিয়েছেন স্পিন তারকা রবিচন্দ্রন অশ্বীন। এর ফলে বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে তার খেলার সুযোগ তৈরী হলো। আইপিএল’এ অশ্বীন এ পর্যন্ত ১৮৭ উইকেট দখল করেছেন যা টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটের তালিকায় পঞ্চম।

৩৮ বছর বয়সী এই ভারতীয় স্পিনার ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সফরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এ পর্যন্ত পাঁচটি আইপিএল খেলেছেন অশ্বীন। ২০১০ ও ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের জার্সিতে শিরোপাও জিতেছেন। এ বছরও তিনি চেন্নাইয়ের হয়ে মাঠে নেমেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্বীন অবসর প্রসঙ্গে লিখেছেন, ‘সবাই বলে প্রতিটি শেষের একটি নতুন শুরু রয়েছে। আজ থেকে আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় শেষ হয়ে গেল। একইসাথে বিশ্ব জুড়ে ভিন্ন ভিন্ন লিগে খেলার সুযোগ তৈরী হলো।’

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বর্তমান জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটে খেলা কোন খেলোয়াড়কে বিদেশি কোন লিগে অংশগ্রহণের অনুমতি দেয়না।

অশ্বীন ক্যারিয়ারে ১০৬ টেস্টে ২৪.০০ গড়ে ৫৩৭ উইকেট দখল করেছেন। এছাড়াও তিনি ১১৬টি ওয়ানডে ও ৬৫টি আন্তর্জাতিক টি২০ ম্যাচও খেলেছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD