লক্ষ্মীপুরে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের বাসায় ফের ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (১ অক্টোবর) বিকেলে শহরের মহিলা কলেজ সংলগ্ন ওই বাড়িতে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে কয়েকজন যুবক হামলা চালায়। তারা আসবাবপত্র ভাঙচুর, মালামালে অগ্নিসংযোগ ও সংস্কারাধীন নিরাপত্তা দেয়াল ভেঙে ফেলে।
প্রায় দেড় ঘণ্টা পর সেনাবাহিনীর সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে গেলে স্থানীয় সাংবাদিকদেরও হেনস্তা করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক সাইফুল ইসলাম জানান, ছাত্র হত্যা মামলার আসামি নয়নের বাসায় গোপনে সংস্কার কাজ চলছিল। এতে ক্ষুব্ধ হয়ে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তবে পরবর্তীতে মালপত্র লুটপাট ও সাংবাদিক হেনস্তার বিষয়টি ‘ভুল বোঝাবুঝি’ বলে দাবি করেছেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, আগুন দেওয়ার ব্যাপারে তিনি অবগত নন এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সাবেক এমপি নয়ন আত্মগোপনে রয়েছেন।









