সব রেকর্ড ভেঙে স্বর্ণ এখন সর্বোচ্চ দামে

ষ্টাফ রিপোর্টার

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয়ের ফলে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে এই মূল্যবান ধাতু। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা।

রোববার (১৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের হিসাব অনুযায়ী— ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৭৫ টাকা।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ১৪ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা নির্ধারণ করা হয়, যা তখন পর্যন্ত ছিল দেশের সর্বোচ্চ দাম।

চলতি বছর এখন পর্যন্ত ৬৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস—এর মধ্যে ৪৮ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে। গত বছর ২০২৪ সালে দাম সমন্বয় করা হয়েছিল ৬২ বার, যার মধ্যে ৩৫ বার বৃদ্ধি ও ২৭ বার হ্রাস করা হয়।

এদিকে, স্বর্ণের দামে পরিবর্তন হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এ ছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০২ টাকায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD