লন্ডনে মাহফুজ আলমকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ

ষ্টাফ রিপোর্টার

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে বিক্ষোভ করেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। এ সময় হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করা হলেও উপদেষ্টা নিজে গাড়িতে ছিলেন না।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়, ওই দিন বিকেল চারটায় মাহফুজ আলম ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (সোয়াস) আয়োজিত এক সেমিনারে যোগ দেন। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে সোয়াস কর্তৃপক্ষ ও হাইকমিশন।

বিবৃতিতে আরও বলা হয়, অনুষ্ঠানের বাইরে আওয়ামী লীগের প্রায় ১৮ জন কর্মী সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তবে আগে থেকেই পুলিশের নিরাপত্তা থাকায় উপদেষ্টার যাতায়াতে কোনো সমস্যা হয়নি। অনুষ্ঠান শেষে একাধিক গাড়ি নিয়ে মাহফুজ আলম স্থান ত্যাগ করেন। পরে হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হলে কয়েকজন কর্মী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেন এবং ডিম নিক্ষেপ করেন। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় মাহফুজ আলম লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত আরেক মতবিনিময় সভায় যোগ দেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন।

এসময় লন্ডন মেট্রোপলিটন পুলিশ হাইকমিশনকে আশ্বস্ত করে যে উপদেষ্টার নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা হবে।

পরে ‘জুলাই গণঅভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনায় মাহফুজ আলম বলেন,  “আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD