বাউল শিল্পীদের সঙ্গে ‘তৌহিদি জনতার’ পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৪

মানিকগঞ্জে তৌহিদি জনতা ও বাউল শিল্পীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায়, বিজয় মেলার মাঠের পশ্চিম পাশে, এ সংঘর্ষে উভয় পক্ষের চারজন আহত হন।

ইসলাম ধর্ম নিয়ে ‘বিতর্কিত মন্তব্যের’ অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে তৌহিদি জনতা এবং তার মুক্তির দাবিতে বাউল শিল্পীরা পৃথক কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির সময় দুই পক্ষ মুখোমুখি হলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন— আবুল সরকার সমর্থক আবুল আলিম (শিবালয়), জহুরুল (হরিরামপুর), আরিফুল ইসলাম (সিংগাইর) এবং তৌহিদি জনতার মাদ্রাসাশিক্ষক মওলানা আব্দুল আলীম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে তৌহিদি জনতার ব্যানারে সহস্রাধিক মানুষ বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিজয় মেলার মাঠের সামনে সমাবেশে যোগ দেন। একই সময়ে আবুল সরকারের মুক্তির দাবিতে তার অনুসারীরা শহীদ মিনার চত্বরে সমবেত হন। একপর্যায়ে তৌহিদি জনতার একটি অংশ বাউল শিল্পীদের দিকে ধাওয়া দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বাউল শিল্পীদের তিনজন এবং তৌহিদি জনতার একজন এতে আহত হন। পরে বাউল শিল্পীদের কেউ কেউ পুকুরে ঝাঁপ দিয়ে ওপারে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাটি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওরে এক গানের অনুষ্ঠানে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD