গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি বহুতল ভবন থেকে রহিমা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় তার স্বামী ইমরান হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে কোনাবাড়ীর নওয়াব আলী মার্কেট এলাকার একতা ভিলার পঞ্চম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রহিমা বেগম ময়মনসিংহের হালুয়াঘাটের আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে ইমরান হোসেনের স্ত্রী। ইমরান পেশায় কসাই, আর রহিমা ছিলেন গৃহিণী। এটি তাদের দ্বিতীয় দাম্পত্য জীবন ছিল।
কোনাবাড়ি থানার এসআই পাপন হোসেন জানান, নিহতদের মেয়ে শারমিনের বরাতে প্রাথমিকভাবে জানা গেছে—ইমরান প্রথমে স্ত্রী রহিমাকে জবাই করেন, পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং শারমিনকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।









