নেত্রকোনায় জামায়াতের সভায় যুবদলের হামলা, আহত ৩

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা জামায়াতের নির্বাচন বিভাগের সভায় হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সান্দিকোনা বাজারে এ হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুর রহমান হবুলের নেতৃত্বে। এতে জামায়াতের অন্তত তিনজন সদস্য আহত হয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে এ ঘটনার প্রতিবাদে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেন জামায়াতের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সান্দিকোনা বাজারে উপজেলা জামায়াতের নির্বাচন বিভাগের সভা চলাকালে হঠাৎ যুবদল সভাপতি হাবিবুর রহমান হবুলের নেতৃত্বে ১৫–২০ জন সশস্ত্র ব্যক্তি সভাস্থলে হামলা চালায়। এ সময় ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাজহারুল ইসলাম শামীম, কর্মী শাহীন মিয়া ও নয়ন মিয়া আহত হন। তাদের মধ্যে শামীমকে গুরুতর অবস্থায় প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা সাদেকুর রহমান অভিযোগ করে বলেন, “আমাদের নিয়মিত শান্তিপূর্ণ সভায় যুবদলের নেতাকর্মীরা বিনা উসকানিতে হামলা চালিয়েছে। তারা রড, লাঠি ও হকিস্টিক দিয়ে আমাদের কর্মীদের বেধড়ক মারধর করে।”

অভিযোগ অস্বীকার করে যুবদল সভাপতি হাবিবুর রহমান বলেন, “আমার দোকানের পাশে তারা আওয়ামী লীগের কর্মীদের নিয়ে আমাদের দলবিরোধী বক্তব্য দিচ্ছিল। এ সময় প্রতিবাদ করতে গেলে তারা আমাদের ওপর হামলা করে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়, স্থানীয়রা এসে পরিস্থিতি শান্ত করেন।”

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালি বলেন, “জামায়াতের সভায় আমাদের দলের বিরুদ্ধে কটূক্তি করা হচ্ছিল। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে।”

এদিকে হামলার নিন্দা জানিয়ে শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল করে উপজেলা জামায়াত। দলটির জেলা আমির অধ্যাপক ছাদেক আহমাদ হারিছ ও সেক্রেটারি অধ্যাপক মাহবুবুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, “দীর্ঘদিনের দমন-পীড়নের পর আজ বিএনপি স্বৈরাচারী আচরণ করছে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি করছি।”

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD