নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীনের পদত্যাগগের খবর অস্বীকার এনসিপির

ষ্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরকে ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দলের যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে পার্টির নিবন্ধনসংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্বও পালন করছেন। তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব।”

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ তার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লিখেছেন, “কনফার্ম করছি— জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরটি সম্পূর্ণ গুজব। এমন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।”

এর আগে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, নাসীরুদ্দীন পাটওয়ারী নাকি দলীয় মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে সেটি দাখিল করেছেন।

তবে এনসিপির পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে— এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার। নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো দলের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD