নতুন ইউনিফর্ম পেলো বাংলাদেশ পুলিশ

ষ্টাফ রিপোর্টার

বাংলাদেশ পুলিশ নতুন ইউনিফর্মে রূপ পেয়েছে। শনিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)সহ দেশের সব মহানগর পুলিশ এবং বিশেষায়িত ইউনিটের সদস্যরা লৌহ (আইরন) রঙের নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছেন।

পোশাক সংস্কার ও পরিবর্তনের দাবি ওঠার পর অন্তর্বর্তী সরকার নতুন ইউনিফর্ম অনুমোদন করে। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে মহানগর পুলিশের জন্য লৌহ রঙের পোশাক চালু করা হলো। র‍্যাবের পোশাক জলপাই (অলিভ) রঙের এবং আনসারের পোশাক সোনালি গম (গোল্ডেন হুইট) রঙের থাকবে।

নতুন এই পোশাক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশও পরবে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “আজ থেকে দেশের সব মহানগরে পুলিশের নতুন পোশাক কার্যকর হয়েছে। ধাপে ধাপে সব সদস্যের কাছে নতুন পোশাক পৌঁছে দেওয়া হবে।”

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন জানান, পর্যায়ক্রমে জেলা ও রেঞ্জ পুলিশও নতুন ইউনিফর্ম পরবে। তবে এপিবিএন ও স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়ন আগের পোশাকেই দায়িত্ব পালন করবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD