টাঙ্গাইলের মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের বড়বাইদ এতিমখানার কাছাকাছি পঁচিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ।
নিহতরা হলেন— ধনবাড়ী উপজেলার ভাইঘাট গ্রামের কাজিম উদ্দিনের ছেলে জুলহাস উদ্দিন (৫০), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাশিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৮) এবং মুক্তাগাছার চেচুয়া এলাকার লাইলী বেগম (৫০)। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলে দ্রুতগতির একটি মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে পেঁয়াজভর্তি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। মুহূর্তেই পাশে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যান ওই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।









