জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই : তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

জনগণের আস্থা পুনর্গঠনে কাজ করছে বিএনপি—এমন মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

তারেক রহমান লিখেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির অন্যতম দায়িত্ব হলো প্রতিটি ভোটারের আস্থা অর্জন করা। এ লক্ষ্যে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামো মজবুত করা হচ্ছে। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দলের ভেতরে দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের অভিযোগে সাত হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, “শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটিই আমাদের শক্তি। নিজেদের দায়বদ্ধ করার মাধ্যমেই বিএনপি প্রমাণ করেছে যে সততার ব্যাপারে আমরা আন্তরিক। ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি, নিজেদেরও সেই একই মানদণ্ডে দাঁড় করাই।”

বিএনপি নেতা আরও লিখেছেন, তরুণদের আস্থা পুনর্গঠনে বিএনপি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতিসহ ৩১ দফা কর্মসূচি গ্রহণ করেছে। নারী, তরুণ ও পেশাজীবীদের বেশি অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে দলকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

তারেক রহমান পোস্টে উল্লেখ করেন, বিএনপির ঐতিহ্য বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণতন্ত্র ও গণমানুষের অধিকার রক্ষায় আপসহীন লড়াই করা দেশনেত্রী খালেদা জিয়ার পথ অনুসরণ করে গড়ে উঠেছে। তাই বর্তমান প্রেক্ষাপটে সততা, তরুণ নেতৃত্ব ও বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতাকে রাষ্ট্রগঠনের ভিত্তি হিসেবে গ্রহণ করতে চায় বিএনপি।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, “আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। তাহলেই বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD