ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে এক নারী তাঁর তিন বছরের সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার মুখোমুখি হয়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটলেও রোববার (২১ সেপ্টেম্বর) ঘটনাটির কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নারী ও শিশুটি ট্রেনের নিচে পড়ে যান। তবে দ্রুত প্ল্যাটফর্মের পাশে ঝুঁকে শুয়ে পড়ায় মা-সন্তান দু’জনই প্রাণে রক্ষা পান।
রেলওয়ে সূত্র জানায়, ওই নারী বিমানবন্দর স্টেশন থেকে জয়দেবপুর যাওয়ার জন্য ভুলবশত মোহনগঞ্জগামী একটি ট্রেনে উঠেছিলেন। পরে ট্রেন ছাড়ার পর জানতে পারেন, এটি জয়দেবপুরে থামবে না। এ অবস্থায় তড়িঘড়ি করে সন্তানসহ নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।









