গভীর রাতে শামীম ওসমানের ছেলের নেতৃত্বে ঝটিকা মিছিল, আটক ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় অয়ন ওসমানের পাঁচ সহযোগীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে যুবদলের নেতাকর্মীরা।

শনিবার (১ নভেম্বর) রাত ২টার দিকে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের রঘুনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ফতুল্লার দাপা ইন্দ্রকপুর এলাকার এনায়েত উল্লাহর ছেলে ফাহিম আহমেদ (২৩), লালপুরের খোকন মিয়ার ছেলে আবির (১৫), কুতুবপুর ১নং ওয়ার্ডের তরিকুল ইসলামের ছেলে নিরব হোসেন (১৮), মুন্সিগঞ্জের লৌহজং থানার আটিগ্রামের তুহিন মিয়ার ছেলে ফয়সাল (২০) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গোলপান্দি গ্রামের সাব্বির হোসেনের ছেলে অনিক আহমেদ অনিন্দা (২১)।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, “ফ্যাসিবাদের বিরুদ্ধে এখন সাধারণ মানুষও সোচ্চার। তারা রাতেই আমাকে ফোন করে জানায়, কিছু যুবক ছাত্রলীগের ব্যানারে মিছিল করছে। আমরা দ্রুত সেখানে গিয়ে ধাওয়া দিলে পাঁচজনকে আটক করতে সক্ষম হই, বাকিরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে ব্যানারও জব্দ করা হয়। পরে আটককৃতদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে প্রায় শতাধিক ব্যক্তি অংশ নিয়েছিলেন। ব্যানারে লেখা ছিল—‘অয়ন ওসমানের নেতৃত্বে ঝটিকা মিছিল’।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, “আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহযোগী। বিষয়টি তদন্তাধীন, আইনগত প্রক্রিয়া চলছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD