খাগড়াছড়িতে অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত

খাগড়াছড়ি প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে আট দফা দাবির বাস্তবায়নে আশ্বাস পাওয়ায় খাগড়াছড়িতে চলমান অবরোধ আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার (২৯ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় জুম্ম ছাত্র-জনতার ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। সেখানে প্রতিনিধি দল তাদের আট দফা দাবিনামা তুলে ধরলে প্রশাসনের পক্ষ থেকে তা পূরণের আশ্বাস দেওয়া হয়।

এছাড়া, গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তে জেলা প্রশাসন পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত বা পরবর্তী কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দাবিগুলো যথাযথভাবে বাস্তবায়ন না হলে শান্তিপূর্ণ হলেও পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

উল্লেখ্য, খাগড়াছড়িতে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে টানা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। এর আগে শুক্রবার আধাবেলা সড়ক অবরোধ পালন করা হয়েছিল।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় জারি করা ১৪৪ ধারা এখনো বলবৎ রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD