মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম

ক্ষমতায় গেলে ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের সরকার ক্ষমতায় এলে পদ্মা ও তিস্তার পানিবণ্টনসহ ফারাক্কা বাঁধ ইস্যুতে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমতা ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা হবে; এখানেও কোনো ধরনের দাদাগিরির সুযোগ নেই।

শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, “প্রতিটি দেশই নিজের স্বার্থ রক্ষা করে—এটাই স্বাভাবিক। তবে জনগণের নির্বাচিত সরকার না থাকলে কোনো বৈধ দাবি আদায় করা সম্ভব হয় না। বিএনপি সরকার গঠন করতে পারলে পদ্মা-তিস্তা নদীর ন্যায্য পানিবণ্টন নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা পর্যায়ে গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি মহাসচিবের।

বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী পদ্মার ন্যায্য পানিবণ্টন নিশ্চিতের দাবিতে এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় কর্মসূচি পালিত হয়েছে। ২ নভেম্বর শহীদ সাটু হলে মতবিনিময় সভার মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। এরপর ধারাবাহিকভাবে প্রতিটি উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা পর্যায়ের এ গণসমাবেশের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্যবিষয়ক সহসম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।


আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD