উত্তপ্ত যবিপ্রবি, স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনায়। অভিযোগ রয়েছে, ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কয়েক গ্রামের লোকজন মাইকিং করে সংগঠিত হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এতে পুরো ক্যাম্পাস ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসসংলগ্ন বাজারে ফটোকপি করতে গেলে যবিপ্রবির এক নারী শিক্ষার্থীকে ইভটিজিং করা হয় বলে অভিযোগ ওঠে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইভটিজিংয়ের ওই অভিযোগের পর যবিপ্রবির কয়েক শিক্ষার্থী অভিযুক্ত দোকানিকে মারধর করেন। এতে বাজারের অন্যান্য দোকানিরা উত্তেজিত হয়ে মসজিদের মাইকে ঘোষণা দেন। ঘোষণার পর স্থানীয়রা জড়ো হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুললে পুরো এলাকাজুড়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

যবিপ্রবি সাংবাদিক সমিতির নেতারা জানিয়েছেন, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি এখনো চলমান।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, “সন্ধ্যার দিকে খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলের কাছে পৌঁছেছি। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD