অনুষ্ঠানের মাঝেই ঘুমিয়ে পড়লেন ট্রাম্প, ছবি ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে এক অনুষ্ঠান চলাকালে ঘুমিয়ে পড়েছেন— এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।

রোববার (৯ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করে।

ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের চোখ বন্ধ, আবার কিছু মুহূর্তে তাকে চোখ খোলা রাখতে কষ্ট করতে দেখা যায়। গত বৃহস্পতিবার ওভাল অফিসে জনপ্রিয় ওজন কমানোর ওষুধের দাম কমানোর ঘোষণা দিতে গিয়ে বক্তব্য রাখছিলেন ট্রাম্প। পাশে ছিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। অনুষ্ঠানের কিছু সময় তাকে চোখ মুছতে ও চোখ বন্ধ অবস্থায় দেখা যায়।

এই দৃশ্য ছড়িয়ে পড়ার পর দ্রুতই এক্স (সাবেক টুইটার) এবং অন্যান্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের কার্যালয় এক পোস্টে ছবি শেয়ার করে লিখেছে— “Dozy Don is back again” (ঘুমন্ত ডন আবার ফিরেছে)।

তবে হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স এসব অভিযোগ অস্বীকার করে সিএনএনকে বলেন, “প্রেসিডেন্ট ঘুমিয়ে পড়েননি। তিনি পুরো অনুষ্ঠানজুড়ে সক্রিয় ছিলেন এবং সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন। এই ঘোষণা ছিল আমেরিকান জনগণের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, যা জীবনরক্ষাকারী ওষুধের দাম কমিয়ে আনবে।”

রজার্স আরও বলেন, “প্রেসিডেন্ট প্রতিদিন দিন-রাত পরিশ্রম করছেন। দীর্ঘ সফর শেষে ঘরে ফিরেই তিনি কাজ শুরু করেন। তাকে নিয়ে এমন বিভ্রান্তিকর প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন।”

বর্তমানে ৭৯ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। গত মাসে তিনি ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে এমআরআই পরীক্ষা করান, যদিও এর কারণ প্রকাশ করা হয়নি।

এর আগে গ্রীষ্মে হোয়াইট হাউস জানিয়েছিল, ট্রাম্পের পায়ে ফোলাভাব দেখা দেওয়ায় চিকিৎসকরা তাঁর ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ নামক রোগ শনাক্ত করেছেন— এটি এমন একটি অবস্থা যেখানে শিরার ভালভ সঠিকভাবে কাজ না করায় রক্ত জমে থাকতে পারে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD